ওয়েব ডেস্ক: তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার পর এসআইআর নিয়ে কড়া প্রতিক্রিয়া দিল নির্বাচন কমিশন। শুক্রবার সন্ধ্যায় রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে বিএলও -দের সুরক্ষার।
জাতীয় নির্বাচন কমিশন চিঠি দিয়ে জানিয়েছে, ৯ ডিসেম্বর অর্থাৎ ভোটার তালিকার খসড়া প্রকাশ পর্যন্ত সমস্ত বিএলও যেন নিশ্চিন্তে, নিরাপদে কাজ চালিয়ে নিয়ে যেতে পারেন, তার ব্যবস্থা করতে হবে। তাঁদের উপর যেন কোনও রাজনৈতিক চাপ না তৈরি হয়, তাও দেখতে হবে। আর কমিশনের এই বক্তব্যেই ফুঁসে উঠেছে শাসকদল। এরপরই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে পোস্ট করে অভিযোগ করেন, নির্বাচন কমিশনের কিছু গোপনীয়তা রয়েছে, তাই রাজনৈতিক প্রভাব নিয়ে এধরনের মন্তব্য করা হয়েছে। যদিও তাতে বাংলার জনতা মাথানত করবে না বলে দাবি অভিষেকের।
আরও পড়ুন: রাজ্যপালের অনুমতি না নিয়েই রাজভবনের গাছ কাটা! কী অবস্থা দেখুন
প্রসঙ্গত, শুক্রবার বেলা ১১টা নাগাদ দিল্লির নির্বাচন কমিশনে গিয়ে পাঁচ দফা প্রশ্ন রেখেছিল তৃণমূল প্রতিনিধি দল। কিন্তু বেরিয়ে এসে হতাশার সঙ্গে তারা সাংবাদিক বৈঠক করে বলেন, কোনো প্রশ্নেরই জবাব দেয় নি কমিশন।
দেখুন খবর:







